Sobujbangla.com | মিজোরাম সীমান্তে বাংলাদেশি বিচ্ছিন্নতাবাদীদের তালিকা ভারতকে দিলো বিজিবি।
News Head

মিজোরাম সীমান্তে বাংলাদেশি বিচ্ছিন্নতাবাদীদের তালিকা ভারতকে দিলো বিজিবি।

  |  ১৯:৫৬, ডিসেম্বর ৩০, ২০২০

ভারতের মিজোরাম সীমান্তে বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদী বেশ কিছু সন্ত্রাসী সংগঠন অবস্থান করছে। সেখানে যৌথ অভিযান চালাবে বিজিবি-বিএসএফ। বুধবার (৩০ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরে পদক প্রদান অনুষ্ঠানে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বীরত্ব ও কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ এবছর ৪টি ক্যাটাগরিতে ৬০ জনকে পদক প্রদান করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতের মিজরামে বাংলাদেশের সন্ত্রাসীরা অবস্থান নিশ্চিত করে, অভিযান চালাবে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী।
এসময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেন, বাংলাদেশের সীমান্তে অবস্থান করা ভারতীয় সন্ত্রাসীদের যে তালিকা দেয়া হয়েছে দেশটির পক্ষ থেকে, সে অনুযায়ী নতুন করে অভিযান পরিচালনা করা হবে।
দুর্গম এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে সীমান্তে নতুন সড়ক নির্মাণের কথা জানায় বিজিবি।

এ বিভাগের অন্যান্য সংবাদ