Sobujbangla.com | রাজধানীতে তাজরিনের আগুনে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের বিক্ষোভ।
News Head
 তদন্ত কমিটি অবন্তিকার মায়ের সঙ্গে কথা বলেছে,। রমজান মাসে ভাজা-পোড়া বেশী খাওয়ার,কারনে হাসপাতাল গুলোতে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা,। কলেজের পুকুরে ডুবে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে,। ইমরান খান৷ বলেছেন,শাহবাজ শরিফ সরকারের মেয়াদ চার থেকে পাঁচ মাস:। উপজেলা ভোটের তারিখ ঘোষণা, প্রথমে ১৫২টি। দোয়ারাবাজারে রাস্তার কাজের উদ্বোধন। আরিফুল হক চৌধুরী বলেন: রাজনীতিতে হতাশা ও শেষ বলে কিছু নেই। রোহিঙ্গাদের জন্য তহবিল বাড়াতে ইউএনডিপির প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। খালেদার দণ্ড স্থগিতের আবেদন, আইন মন্ত্রণালয়। দলিল লেখকদের কর্মবিরতি, সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ,।

রাজধানীতে তাজরিনের আগুনে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের বিক্ষোভ।

  |  ১৯:৩৮, নভেম্বর ২৪, ২০২০

প্রাপ্য অর্থের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করছেন তাজরিন ফ্যাশনস ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ শুরু করেন তারা।

প্রধানমন্ত্রী কার্যালয়ের দিকে যাওয়ার কথা থাকলেও হাইকোর্ট মোড়ে পুলিশি বাধার মুখে পড়লে আবারো জাতীয় প্রেসক্লাবের সামনে ফিরে সেখানেই অবস্থান নেন। এ সময় আহতদের সুচিকিৎসা নিশ্চিত, আর্থিক ক্ষতিপূরণ ও পুনর্বাসন ব্যবস্থার দাবি জানান ক্ষতিগ্রস্ত শ্রমিকরা।
তাদের দাবিতে সমর্থন জানিয়ে, এই কর্মসূচিতে অংশ নেন গার্মেন্টস কর্মচারী ঐক্য পরিষদের সদস্যরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ