Sobujbangla.com | সশস্ত্র বাহিনী দিবস আজ, শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ।
News Head

সশস্ত্র বাহিনী দিবস আজ, শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ।

  |  ১৭:০১, নভেম্বর ২১, ২০২০

সশস্ত্র বাহিনী দিবস আজ। মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
প্রথমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবরা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে সম্মিলিতভাবে শ্রদ্ধা জানান
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।
এদিকে দিবসটি উপলক্ষ্যে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টিভি ও রেডিও সরাসরি প্রচার করবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন।
করোনার কারণে এবার সশস্ত্র বাহিনী দিবসের কিছু আনুষ্ঠানিকতা সীমিত পরিসরে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ