Sobujbangla.com | ধর্ষণ বন্ধে ব্যবস্থা নেয়ার কথা মানুষ যেন ন্যায়বিচার পায়, আহ্বান প্রধানমন্ত্রীর।
News Head

ধর্ষণ বন্ধে ব্যবস্থা নেয়ার কথা মানুষ যেন ন্যায়বিচার পায়, আহ্বান প্রধানমন্ত্রীর।

  |  ১৯:৫৮, অক্টোবর ১৫, ২০২০

সমাজে কোন অন্যায় যাতে প্রশ্রয় না পায়, মানুষ যেন ন্যায় বিচার পায়, সে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বিপিএটিসির ৭০ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে ধর্ষণ বন্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে, সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন প্রধানমন্ত্রী । এসময় দেশের ৮ টি প্রতিষ্ঠানের ৬৬৩ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সমাপনী সনদ লাভ করেন।
সরকারি কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শেষে সনদ প্রদান অনুষ্ঠানে, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এবং ৭ টি বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সাথে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর পক্ষে প্রশিক্ষণার্থীদের সনদ প্রদানের পর বক্তব্যে শেখ হাসিনা বলেন, সমাজে কোনো অন্যায় যাতে প্রশ্রয় না পায়, মানুষ যাতে ন্যায়বিচার পায়, তা নিশ্চিত করতে হবে।
ধর্ষণ বন্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে, প্রধানমন্ত্রী সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন।
সেবা জনগণের দ্বারে পৌঁছে দিয়ে মানুষের কল্যাণে কাজ করতে নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিভাগের অন্যান্য সংবাদ