Sobujbangla.com | বাংলাদেশকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে তুরস্ক মাস্ক-ভেন্টিলেটরসহ চিকিৎসা সামগ্রী দেবে তুরস্ক
News Head

বাংলাদেশকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে তুরস্ক মাস্ক-ভেন্টিলেটরসহ চিকিৎসা সামগ্রী দেবে তুরস্ক

  |  ২১:০৪, সেপ্টেম্বর ১৬, ২০২০

তুরস্ক ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির অঙ্গীকার পুণর্ব্যক্ত করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। তুরস্কের রাজধানী আঙ্কারায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সাথে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠককালে এ অঙ্গীকার করেন তিনি।
শিক্ষা বিনিময় ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারকরণসহ ‍দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী। এসময় দু’দেশের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো জোরদার করার বিষয়েও গুরুত্বারোপ করা হয় ।
দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, উভয় দেশের সম্পর্কের নতুন নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ