Sobujbangla.com | দুদকের রিমান্ডে কোটিপতি পিয়ন আবজাল
News Head
 তদন্ত কমিটি অবন্তিকার মায়ের সঙ্গে কথা বলেছে,। রমজান মাসে ভাজা-পোড়া বেশী খাওয়ার,কারনে হাসপাতাল গুলোতে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা,। কলেজের পুকুরে ডুবে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে,। ইমরান খান৷ বলেছেন,শাহবাজ শরিফ সরকারের মেয়াদ চার থেকে পাঁচ মাস:। উপজেলা ভোটের তারিখ ঘোষণা, প্রথমে ১৫২টি। দোয়ারাবাজারে রাস্তার কাজের উদ্বোধন। আরিফুল হক চৌধুরী বলেন: রাজনীতিতে হতাশা ও শেষ বলে কিছু নেই। রোহিঙ্গাদের জন্য তহবিল বাড়াতে ইউএনডিপির প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। খালেদার দণ্ড স্থগিতের আবেদন, আইন মন্ত্রণালয়। দলিল লেখকদের কর্মবিরতি, সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ,।

দুদকের রিমান্ডে কোটিপতি পিয়ন আবজাল

  |  ১৫:৪০, সেপ্টেম্বর ১৩, ২০২০

দুর্নীতির আলাদা দুটি মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের অফিস সহকারী আবজাল হোসেনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
রোববার (১৩ সেপ্টম্বর )দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে নেয়া হয় দুদক কার্যালয়ে। সংস্থাটির উপ-পরিচালক তৌফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে দুদক সচিব দিলওয়ার বখত জানান, দেশ-বিদেশে আবজাল হোসেনের কত সম্পদ আছে তা খতিয়ে দেখছে দুদক।
গত ২ সেপ্টেম্বর তাকে ১৪ দিনের রিমান্ডে পাঠান আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায়, তার স্ত্রী রুবিনা খানমও অভিযুক্ত। দুদক সচিব জানান তাকেও আটকের চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ