Sobujbangla.com | বিএনপির নেতা-কর্মীরা। বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে দলের দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
News Head

বিএনপির নেতা-কর্মীরা। বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে দলের দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

  |  ১৬:৪১, সেপ্টেম্বর ১২, ২০২০

উপ-নির্বাচন ঘিরে রাজধানীতে হঠাৎ সরব বিএনপির নেতা-কর্মীরা। বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে দলের দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। এর মধ্যে দুজনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলে।
দীর্ঘদিন পর মাঠের রাজনীতিতে হঠাৎই সোচ্চার, তাও আবার সংঘর্ষের মধ্য দিয়ে। এবার নিজেদের মধ্যে নির্বাচন উৎসবের মিছিল রূপ নিলো সংঘাতে। যাতে একে অপরকে দায়ি করছে বিএনপি নেতাকর্মীরা।
ঢাকা-৫ ও ১৮, সিরাজগঞ্জ-১ এবং নওগাঁ-৬ আসনের উপনির্বাচনের সাক্ষাৎকার দিতে, শনিবার দুপুরের পর চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে আসেন প্রার্থী-সমর্থকরা। কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে শ্লোগানও দিতে থাকেন।
বিকেল ৫ টায় মনোনয়ন প্রত্যাশীরা সাক্ষাৎকার দিতে কার্যালয়ের ভেতরে ঢুকলে বাইরে থাকা সমর্থকরা একে অপরের সাথে সংঘর্ষে জড়ান। এ সময় একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আহত হন বেশ কয়েকজন।
তবে, কে যে কার পক্ষে হামলা বা সংঘর্ষে জড়িয়েছে তাদের অনেকেই তা জানেন না। মূলত সংঘর্ষ হয় ঢাকা ১৮ আসনের মনোনয়ন প্রত্যাশী এস এম জাহাঙ্গীর ও কফিল উদ্দিন আহমেদের সমর্থকদের মধ্যে।
শেষ পর্যন্ত দলীয় নেতাদের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি।

এ বিভাগের অন্যান্য সংবাদ