Sobujbangla.com | পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, রিজার্ভ থেকে ঋণ নিয়ে উন্নয়ন কাজে লাগানো যায় কিনা, তা ভেবে দেখার পরামর্শ।
News Head

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, রিজার্ভ থেকে ঋণ নিয়ে উন্নয়ন কাজে লাগানো যায় কিনা, তা ভেবে দেখার পরামর্শ।

  |  ২০:২২, জুলাই ০৬, ২০২০

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ঋণ নিয়ে দেশের উন্নয়নে কাজে লাগানো যায় কিনা, তা ভেবে দেখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৬ জুলাই) ২০২০-২১ অর্থবছরের প্রথম একনেক সভা শেষে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের রিজার্ভ এখন, নতুন উচ্চতায়। তবে, এ ব্যাপারে অর্থনৈতিক বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিয়েছেন সরকারপ্রধান।

এম এ মান্নান জানান, সদ্য সমাপ্ত অর্থবছরে মূল্যস্ফীতি ৫ দশমিক ৬৫ শতাংশ।

এদিনের সভায় ২ হাজার ৭৪৪ কোটি টাকা খরচের মোট ৯টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অধীন ঘোড়াশাল তৃতীয় ইউনিটের উন্নয়ন এবং সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইনের দ্বিতীয় সংশোধনী।

এ বিভাগের অন্যান্য সংবাদ