Sobujbangla.com | আওয়ামী লীগের বিদায় ঘণ্টা বেজে গেছে: ফখরুল
News Head

আওয়ামী লীগের বিদায় ঘণ্টা বেজে গেছে: ফখরুল

  |  ২০:৩৪, নভেম্বর ২৯, ২০১৯

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের বিদায় ঘন্টা বেজে গেছে। দেশের জনগণ বারবার শোষকদের তাড়িয়েছে, তাদেরও তাড়াবে।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-অ্যাবের এ স্মরণ সভায় বিএনপির মহাসচিব অতীত ইতিহাস স্বরণ করে দিয়ে জানান, জানান, ৫২ থেকে ৯০ সাল পর্যন্ত যত শোষক ছিল সবাইকে তাড়িয়েছে জনগণ।
মির্জা ফখরুল আরও বলেন, বিএনপির আমলেই দেশে কৃষি বিপ্লবের সুচনা হয়েছে। এখন কৃষক দাম পায় না অথচ সব কৃষি পণ্যের দাম বাড়ছে। এর জন্য সরকারকে দায়ী করেন তিনি। বলেন, আওয়ামী লীগ দেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেখানে কোনোভাবেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র বলতে পারি না। আজকে এই রাষ্ট্রকে পুরোপুরি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে।
‌একই স্থানে অন্য একটি অনুষ্ঠানে সরকার রাষ্ট্র পরিচালনার স্বক্ষমতা হারিয়েছে বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
আরেক অনুষ্ঠানে সাধারণ জনগণকে সাথে নিয়ে আন্দোলনের হুমকি দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
আর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, এ বি এম মোশাররফ হোসেনসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ